আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪

5/5 - (1 vote)

চাকরির সংক্ষিপ্ত বর্ণনাঃ আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আর্মি মেডিকেল কলেজ যশোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ০৫ জুলাই ২০২৪ তারিখে। প্রতিষ্ঠানটিতে ০৮ টি পদে মােট ০৯ জন লােক নিয়ােগ দেওয়া হবে। ডাকযােগ আবেদন গ্রহণ চলছে। এই পােস্টের মাধ্যমে আমরা আর্মি মেডিকেল কলেজ নিয়ােগ বিজ্ঞপ্তিটির আবেদন যােগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়ােগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Army Medical College Jessore Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নতুন চাকরির পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেয়া হল। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

আর্মি মেডিকেল কলেজ যশোর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
এক নজরে আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম:আর্মি মেডিকেল কলেজ যশোর
নিয়োগ প্রকাশের তারিখ:০৫ জুলাই ২০২৪
চলমান নিয়োগ: ০১
পদের সংখ্যা:০৯ জন
বয়সসীমা:১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.amcj-bd.org
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:৩১ জুলাই ২০২৪
আবেদনের মাধ্যম:ডাকযোগে
নিয়োগ প্রকাশের সূত্র:দৈনিক ইত্তেফাক
আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ ২০২৪ সার্কুলার

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ যশোর নিম্নলিখিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখার আহ্বান করা হচ্ছে। আর্মি মেডিকেল কলেজ যশোর চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তির পদের নামের পাশে শূণ্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, মাসিক বেতন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো:

১। উপাধ্যক্ষ – ০১ জন।
২। অধ্যাপক/সহযোগী অধ্যাপক – ০১ জন।
৩। অধ্যাপক/সহযোগী/সহকারী অধ্যাপক – ০১ জন।
৪। অধ্যাপক/সহকারী অধ্যাপক – ০১ জন।
৫। অঅধ্যাপক/সহযোগী/সহকারী অধ্যাপক – ০১ জন।
৬। অধ্যাপক/সহকারী অধ্যাপক – ০১ জন।
৭। প্রভাষক – ০২ জন।
৮। সহকারী রেজিস্ট্রার – ০১ জন।

আর্মি মেডিকেল কলেজ যশোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় (১৯৩০ ঘটিকা) এর মধ্যে আর্মি মেডিকেল কলেজ যশোর, যশোর সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্রসহ সকল কাগজপত্র জমা দিতে হবে।

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

আর্মি মেডিকেল কলেজ যশোর নতুন জব সার্কুলার

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে আর্মি মেডিকেল কলেজ যশোর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে আর্মি মেডিকেল কলেজ যশোর চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

আর্মি মেডিকেল কলেজ যশোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

(সূত্র: দৈনিক ইত্তেফাক ০৫ জুলাই ২০২৪)

Army Medical College Jessore Job Circular

আর্মি মেডিকেল কলেজ যশোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
আর্মি মেডিকেল কলেজ যশোর ডাকযোগে আবেদন করার পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ যশোর, যশোর সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবেঃ

১। চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ যশোর বরাবর দরখাে (কম্পিউটারে টাইপকৃত)।

৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। অন্য কাগজপত্র যুক্ত করার প্রয়োজন নাই ।

৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।

৫। সম্প্রতি তোলা ০৫ (পাঁচ) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি। মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয়।

আর্মি মেডিকেল কলেজ যশোর আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

আর্মি মেডিকেল কলেজ যশোর এর অনুকূলে ১-৬ নং পদের জন্য ১০০০.০০ টাকা এবং ৭-৮ নং পদের জন্য ৫০০.০০ টাকার ব্যাংক ড্রাফ্ট (MICR) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে অথবা ডাকযোগে চিঠির মাধ্যমে জানানাে হবে। জানানাে হবে। এছাড়াও আর্মি মেডিকেল কলেজ যশোর ওয়েবসাইট www.amcj-bd.org এ প্রকাশ করা হবে।

সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

হেল্পলাইন/যোগাযোগ

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • phone 150x150 1 আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ হেল্পলাইন নম্বর: +8801995529533
  • Untitled 2copy আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ ই-মেইল: [email protected]
  • website icon 11 150x150 copy আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ওয়েবসাইট: www.amcj-bd.org
আর্মি মেডিকেল কলেজ যশোর জব সার্কুলার ২০২৪

আর্মি মেডিকেল কলেজ যশোর সংক্ষিপ্ত পরিচিতিঃ আর্মি মেডিকেল কলেজ, যশোর (এএমসিসি) বাংলাদেশের যশোর জেলার একটি মেডিকেল কলেজ। একটি সামরিক মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ২০১৫ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দেয়। কলেজটি আর্মি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত।

আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ ২০২৪
নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪

Leave a Comment