চাকরির বর্ণনা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ২০ মার্চ ২০২৩ তারিখে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মােট ৭ হাজার জন লােক নিয়ােগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ৩০ মার্চ ২০২৩ তারিখ হতে। এই পােস্টের মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তিটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Govt primary school Assistant teacher Job Circular 2023-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নতুন চাকরির পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেয়া হল। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩
এক নজরে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩ |
প্রতিষ্ঠানের নাম : | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
পদের সংখ্যা | ৭ হাজার জন |
বিভাগ : | রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ |
বয়স: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক পাশ |
চাকরির ধরন : | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইটে : | www.dpe.gov.bd |
আবেদনের শুরু তারিখ: | ৩০ মার্চ ২০২৩ |
আবেদনের শেষ তারিখ: | ১৪ এপ্রিল ২০২৩ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
আবেদনের ঠিকানা: | http://dpe.teletalk.com.bd/ |
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ ৭ হাজার পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নামঃ সহকারী শিক্ষক
পদ সংখ্যাঃ ৭ হাজার টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী ।
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।
বয়সসীমাঃ ২৪.০৩.২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বৎসর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বৎসর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
প্রাথমিকে সহকারী শিক্ষক নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের শুরু সময় : ৩০ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৪ এপ্রিল ২০২৩ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
সহকারী শিক্ষক নতুন জব সার্কুলার
Govt primary school Assistant teacher Job Circular
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
আরোও পড়তে পারেন
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BBAL Job Circular 2025
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-MORA Job Circular 2025
- বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Navy Civil Job Circular 2024
অনলাইনে আবেদনের জন্য সর্তবলীঃ
১. http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আনলাইনে Application Form পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User IDসহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।
২. আবেদন ফি জমা দানের পূর্বে Draft Applicant’s Copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোন ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ৩নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে Application Form সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে ।
প্রাথমিকে সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
যোগ্য প্রার্থীগণ http://dpe.teletalk.com.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে Application Form লিঙ্কে-এ Assistant Teacher Post সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজ-এ দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দিবেন । প্রার্থীর প্রযোজ্য তথ্য দিয়ে সাবমিট বাটন-এ ক্লিক করলে যোগ্য প্রার্থীগণ আবেদন করার জন্য Application Form পাবেন।
- ভিজিট করুন (http://dpe.teletalk.com.bd/) ওয়েবসাইট।
- Application Form অপশনে ক্লিক করুন।
- সহকারী শিক্ষক পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- No সিলেক্ট করুন তারপর পুনরায় Next এ ক্লিক করুন।
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
Application Form পূরণে ধারাবাহিক স্তরঃ
- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ভেরিফিকেশন ।
- সঠিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী Application Form পাবেন।
- Application Form-এ প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে ।
- প্রিভিউ দেখে সঠিক মনে হলে ফরমটি পরবর্তী ধাপে সাবমিট করলে ইউজার আইডি ও আবেদন ফি প্রদানের নির্দেশনাসহ একটি Applicant’s Copy পাওয়া যাবে।
প্রাথমিকে সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ফি ২২০/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: DPE <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: DPE <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (http://dpe.teletalk.com.bd/) ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
Application ফি জমা ও অন-লাইনে চেক করার সুবিধাঃ
- প্রার্থী নিজের ইউজার আইডি পেমেন্ট অপশন-এ সাবমিট করলে প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ পেমেন্ট তথ্যাবলী দেখতে পারবেন।
ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারঃ
- প্রার্থী নিজেই প্রয়োজনীয় তথ্য সাবমিট করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
সহকারী শিক্ষক নিয়োেগ পরীক্ষা সময়-সূচিঃ
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট (www.dpe.gov.bd) এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.dpe.gov.bd
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জব সার্কুলার ২০২৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এর দায়িত্ব হল প্রাথমিক বিদ্যালয়সমুহ নিয়ন্ত্রণ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাথমিক শিকার উন্নয়ন এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে অবস্থিত। এর প্রধান হলেন উপসচিব পদমর্যাদার একজন মহাপরিচালক এবং বর্তমান মহাপরিচালক হলেন মোঃ মুহিবুর রহমান। তিনি ২৩ জুন ২০২২ তারিখে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পান।