চাকরির বর্ণনা : সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Satu NGO Job Circular 2024) প্রকাশিত হয়েছে। www.satu-bd.org ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেতু এনজিও ০৬টি পদে মােট ২৯০ জন লােক নিয়ােগ দেওয়া হবে। সেতু এনজিও জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। এই পােস্টের মাধ্যমে আমরা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Social Advancement Through Unity Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
।আমরা এই সাইটে নিয়মিত চলমান সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এক নজরে সেতু এনজিও নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ |
প্রতিষ্ঠানের নাম : | সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) |
পদের সংখ্যা | ২৯০ জন |
বয়স: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
চাকরির ধরন : | বেসরকারি |
অফিসিয়াল ওয়েব সাইটে : | www.satu-bd.org |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ২৫ জুন ২০২৩ |
আবেদনের মাধ্যম: | ডাকযোগে |
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), (পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত) যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত, সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও ব্যুরোর সনদ নং-৭৯৫। বর্তমান সময়ে অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে সেতু এনজিও চাকরিটি অন্যতম। সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগ ২০২৪ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সেতু এনজিও চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নরসিংদী, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্তে উন্নয়ন কর্মী নিয়োগ করা হবে। বর্ণিত পদে নিয়োগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
১। যোনাল ম্যানেজার-০৫
২। এরিয়া ম্যানেজার-১০
৩। শাখা ব্যবস্থাপক-৪০
৪। সহকারী অফিসার (অডিট)-০৫
৫। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক-৩০
৬। ক্রেডিট অফিসার-১০০ / ক্রেডিট অফিসার-১০০
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আগামী ২৫/০৬/২০২৩ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবর সোসাল এডভান্সমেন্ট থ্র ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল-১৯০০, এই ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে।
আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ২৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
সেতু এনজিও নতুন জব সার্কুলার
(সূত্র: প্রথম আলো ২৫ মে ২০২৩)
Satu NGO Job Circular
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
আরোও পড়তে পারেন
- বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Police SI Job Circular 2024
- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৪-Police Job Circular 2024
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি নিয়োগে আবেদনের জন্য সর্তবলীঃ
১. শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার পদে দুইটি ভেন্যুতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১নং ভেন্যু : সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল। ২নং ভেন্যু : সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), ভৈরব শাখা অফিস, বাড়ী নং-১৩৭১, ওয়ার্ড নং-৬, তাতার কান্দি রোড, ভৈরব, কিশোরগঞ্জ । প্রাথী কোন্ ভেন্যুতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আবেদন পত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
২. প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, ব্লাড গ্রুপ, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
৩. আবেদনপত্রের সঙ্গে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
সেতু এনজিও নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) ওয়েবসাইট www.satu-bd.org এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
- হেল্পলাইন নম্বর: +880-1714-111896 এ কল করুন।
- ই-মেইল: [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.satu-bd.org
- ঠিকানা: সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল, ১৯০০, বাংলাদেশ।